Wednesday, May 23, 2012

Nature Wallpapers - Appreciate the Beauty of Nature by Using These Wallpapers

There are several features image, which you can set up in your laptop or pc as a show saving. You use the image as requirements for your show. The image has several sub groups. You can use the image for advertising. You can also use the pictures for image posting. These features pictures have the best excellent. If you are a visible specialist, you can make use of the image. With a variety of you will image, then you can change the overall look of your desktop computer laptop or pc. The image contains exclusive pictures. They are properly jumped to fit in your laptop or pc excellent. All you need to do is to acquire your recommended image. The image will give an amazing look to your cell mobile phones or desktop computer laptop or PC. There are different sizes of you will pictures.
Beauty of nature (1)
The image is of the best excellent. These are perfect in growing features attention. You can use these pictures in creating a positive image. With their exclusive styles, the pictures are perfect for wonderful you when using your laptop or pc. You can use the image for your projector shows. You can also use the image in Movie Theater. If you are a camera owner, you can use the image in your camcorders work. Nature image show you different places of the world. For all your modern creating, the image will assist you. You should make use of the fantastic features pictures in the image. You also check out the pictures. Utilize various pictures and appreciate features. With the option several natural image, all you need to is to acquire your recommended image. The pictures are well designed and have a bright overall look. The image will appear amazing on the requirements of your desktop computer laptop or PC or laptop.



এ রকম হাজারো প্রজাতির ফুল ফোটে এই বাংলায়
প্রকৃতির লীলাক্ষেত্র আমাদের এ রূপসী বাংলাদেশপার্বত্য চট্টগ্রামের পাহাড়, জলপ্রপাত, বনভূমি এদেশকে করে তুলেছে অপূর্ব রূপময়এছাড়াও বাংলাদেশের কিছু পাহাড়-পর্বত ছাড়া সমগ্র বাংলাদেশ এক বিশাল বদ্বীপঅর্থাৎ, সমভূমি অঞ্চলআয়তনঃ বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিতবাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রএ দেশ ২০° ৩৪' উত্তর অক্ষরেখা থেকে ২৬° ৩৮' উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮°০১' পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২° ৪১' পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিতবাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছেবাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারদক্ষিণে বঙ্গোপসাগর ছাড়া সারা দেশটির চারপাশ ঘিরে রেখেছে ভারত

বাংলাদেশের নদনদীঃ নদী মাতৃক দেশ বাংলাদেশবাংলাদেশ একটি ছোট্ট আয়তনের সবুজ শ্যামলে ঘেরা একটি দেশযার সর্বোত্র ছোট-বড় অসংখ্য জলাশয় জালের মত ছড়িয়ে আছেবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ১৯৯৬-৯৭ সালের তথ্য অনুসারে দেখা যায়, বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন ৯,৪০৫ বর্গ কিলোবাইটবাংলাদেশের নদীর সংখ্যা প্রায় ৭০০আর নদীবহুল দেশ বলে স্বাভাবিকভাবেই এ দেশের মানুষের জীবনযাত্রার ওপর নদীর প্রভাব রয়েছেপদ্মা, বহ্মপুত্র, যমুনা মেঘনা ও কর্ণফুলী বাংলাদেশের প্রধান নদীএ নদীগুলোর উপনদী ও শাখানদী রয়েছেউপনদী ও শাখানদী সহ বাংলাদেশে নদীর মোট দৈর্ঘ্য হল প্রায় ২২,১৫৫ কিলোমিটারএ সকল নদনদী এর সমভূমি অঞ্চলকে করেছে শস্য শ্যামলা ও অপরুপ সৌন্দর্যের অধিকারীপ্রকৃতি যে কি আশ্চর্য সুন্দর তা বাংলাদেশের প্রতিটি ঋতুকে দৃষ্টিতে লক্ষ না করলে বুঝা যায় নাতাই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এদেশে যুগে যুগে এসেছেন বহু পর্যটক, কবিরা লিখেছেন কবিতাকবি কাজী কাদের নেওয়াজের ভাষায়
"পদ্মা যমুনা মধুমতি আর
মেঘনার মালা কন্ঠে পরি,
দাঁড়ায়ে রয়েছে সুজলা যে দেশ
সেই দেশে বাস আমরা করি।"
 ভূ-প্রকৃতিঃ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও রূপ, লাবণ্যের কথা বলে শেষ করা যায় নাযতই বলি মনে হয় যেন
কম বলা হয়েছেএদেশের অনুপম প্রাকৃতিক সৌন্দর্য চিরকাল ধরে মুগ্ধ কবিচিত্তে কাব্যস্রোত বইয়ে দিয়েছে
ভাবুকের হৃদয়ে অনির্বচনীয় ভাবের ঢেউ জাগিয়েছেবাংলাদেশে যে কোন জায়গায় দাঁড়িয়ে যে কোন দিকেই দৃষ্টিপাত করি না কেন চোখ দুটো প্রকৃতির সৌন্দর্য দেখে ধন্য হয়, মনপ্রাণ আনন্দে ভরে ওঠেকি পাহাড় টিলার রমনীয় শোভা, কী গাছপালা ও তৃণমূল শোভিত বনের মনোরম দৃশ্য, কী কলনাদিণী নদনদীর অপরূপ সৌন্দর্য, কী শ্যামল শোভাময় ফসলের ক্ষেত সবই এদেশে সুন্দর ও অনুপম বাংলাদেশের প্রকৃতির এরূপ সৌন্দর্য দেখেই দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন

"ধনধান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা,

বাংলাদেশে এমন কোন স্থান নেই যেখানে সৌন্দর্যের এতটুকু ভাটা পড়েছেসাগর রাতদিন তার পা ধুয়ে দিচ্ছে, নদী তার কটিদেশ ও গলায় মেঘলা ও চন্দ্রহারের মতো শোভা পাচ্ছে, মাঠের শ্যামলিমা তাকে শাড়ির মতো ঘিরে রেখেছে এবং সবুজ বনরাজি তার শিড়ে মুকুট পরিয়ে দিয়ে রানীর সাজে সাজিয়েছেচট্টভূমি থেকে বরেন্দ্রভূমি পর্যন্ত সবখানে এ রূপের জোয়ার উতলে উঠেছেকোথাও এতটুকু কমতি নেই

No comments:

Post a Comment